নিজস্ব প্রতিবেদক, মহেশপুর

মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, মাদক বিক্রিতে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে ফতেপুর ইউপির যোগীহুদা গ্রামের মাদক সম্রাট দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মাদক সম্রাট দেলোয়ার হোসেনে স্ত্রী লাইলী বেগম (৪১), ছেলে লিমন হাসান (২০) ও জলিলপুর মোল্যাপাড়ার মেহেদী হাসান জিসান (২৭)।

পুলিশ জানায়, রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ভোররাতে কুখ্যাত মাদক কারবারি দেলোয়ারের বাড়ি থেকে এক হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেট, ৮ লাখ ৪ হাজার সাতশত আশি টাকা, ৩টি মোটরসাইকেল, ৫টি মোবাইলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারি ও জুয়াড়িদের কোন ছাড় দেয়া হবে না। এসব বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.
Exit mobile version