মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে দুই কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মহেশপুর পৌর শহরের জলিলপুর হাজীপাড়ায় বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই গ্রামের মোস্তাক আহম্মেদ, তার স্ত্রী মনোয়ারা খাতুন ও পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুরের সাহারব আলী। এ ঘটনায় অপর মাদক কারবারি জলিলপুর ক্যাম্পপাড়ার আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ জানান, ১নং আসামি মোস্তাক আহম্মেদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে খড়ির মাচার ভিতর থেকে বস্তায় বন্দি কসটেপ মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় ও তিন কারবারিকে আটক করা হয়।
এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

