মহেশপুরে প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি কম্বল উদ্ধার করেছে বিজিবি’র ৫৮ ব্যাটালিয়ন সদস্যরা। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মহেশপুর সীমান্তবর্তী মকরধজপুর গ্রামের কলাবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ভারত থেকে একটি প্লাস্টিকের বস্তায় কিছু অবৈধ মালামাল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং ব্যাটালিয়নের উপপরিচালক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে পৃথক টিম চোরাচালানীদের ধাওয়া করলে তারা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা বস্তার ভেতরে একটি আধুনিক বিদেশি পিস্তলসহ চারটি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি কম্বল উদ্ধার করেন।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দ্রব্য মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মাসুদ পারভেজ রানা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version