ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)’র সাধারণ সম্পাদক শহিদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার “শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে” সভার শুরুতেই অপারেশন কাগারে শহিদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে শহিদ বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্য সচিব আফজালুল বাশার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, শহিদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সদস্য সৈয়দ আবুল কালাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য খবির শিকদার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক নাঈম উদ্দিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখার সংগঠক হিসাবে কবিতা পাঠ করেন সুমাইয়া শিকদার ইলাপ্রমুখ।
উল্লেখ্য, গত ২১ মে ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র সাধারণ সম্পাদক বাসবরাজসহ ২৮ জনকে আটক করে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। প্রতিবাদ সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।-প্রেস বিজ্ঞপ্তি