বাংলার ভোর প্রতিবেদক
যশোরে একাডেমী কাপ অনূর্ধ্ব -১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। রোববার বিকালে সদর উপজেলার হামিদপুর গ্রামে একাডেমির মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা ফুটবল একাডেমিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমি প্রথম গোল মুখ খোলে ২৮ মিনিটে। কর্ণার কিক থেকে দারুণ হেডে গোলটি করেন তারেক। ৩৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নেন বাপ্পি। ৪৫ মিনিটে তৃতীয় গোলটি করেন স্বপন। ৪৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বাপ্পি। এটি ছিল তার দ্বিতীয় গোল। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন মহিন। ষষ্ঠ গোলটি আসে ম্যাচের ৬৩ মিনিটে। এ গোলটি করেন আহসান। সপ্তম গোলটি করেন ৬৭ মিনিটে রাব্বি আর ৭৫ মিনিটে অষ্টম গোলটি করেন আহসান। এটি ছিল তার দ্বিতীয় গোল। দলের পক্ষে দুটি করে গোল করেন বাপ্পি ও আহসান।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে শামস্-উল-হুদা একাডেমির এই আয়োজন ভূমিকা রাখবে। এ ধরনের পৃষ্ঠপোষকতা জরুরি। আজকের এই খেলাধুলার মধ্যে দিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করবে। এই ধরনের আয়োজন আরো বেশি বেশি দরকার বলে তিনি মনে করেন। শামস্-উল হুদা ফুটবল একাডেমির সহসভাপতি মোহাম্মদ শফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন শামস্-উল হুদা ফুটবল একাডেমির পরিচালক এডমিন শামস্-উল বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি ছাড়াও ক্রীড়া সংগঠকরা। তারুণ্যের উৎসব উপলক্ষে যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির দক্ষিণাঞ্চলের চার একাডেমির অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের এ টুর্নামেন্টের আয়োজন করে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version