মাগুরা সংবাদদাতা
দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা মঙ্গলবার বেলা ১১টায় মাগুরা সদর হাসপাতাল সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি ফুরকানুল হামিদ ফুরকান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তারেক হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল রহমান জিহাদ, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মানববন্ধন শেষে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা জানান, সরকারের কাছে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছেন। তবে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।

Share.
Exit mobile version