মাগুরা সংবাদদাতা
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও ডিপার্টমেন্ট ভিত্তিক ২১ টি ডাস্টবিন স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক, অফিস সম্পাদক ইমামুল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহদী বিন কামাল, সেক্রেটারি লিমন মিয়াসহ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতৃবৃন্দ।

