মাগুরা সংবাদদাতা
‘ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো ও দক্ষ মানুষ হতে হবে’ এই কথাকে সামনে রেখে পড়ুয়া বাংলাদেশ মাগুরা জেলাব্যাপি গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও মাগুরা আবাসিক স্কুলের সহযোগিতায় শহরের নোমানী ময়দান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকনুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা এখানে পুরস্কার পেলো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যারা এখানে আসতে পারেনি তাদেরকে আগামীতে আসার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে একটি করে গাছ, বই ও ক্রেস্ট তুলে দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version