মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা পরিবেশক সমিতির সদস্য জাকারিয়া রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পরিবেশক সমিতি মাগুরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মনজুরুল আলম মুরাদ, সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ মোতাচ্ছের হোসেন, প্রচার সম্পাদক বিশ্বজিৎ চত্রুবতী, সদস্য বাবুল কুরি প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যবসায়ী জাকারিয়ার উপর হামলাকারী ও তিন লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সাথে জড়িত রুবেল মোল্যা, আলামিন মোল্যা, রেন্টু মোল্যা, নাসির মোল্যা ও মো: সাইফুলের দ্রুত আটক ও শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত রোববার ব্যবসায়ী জাকারিয়া মনির এলপিজি পাম্পে গ্যাস কিনতে গেলে আসামিরা তার উপর হামলা করে টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।