মাগুরা সংবাদদাতা
‘তারুণ্যের উৎসব, খেলাধুলার প্রাণচাঞ্চল্য’ এবং জুলাই শহীদদের স্মরণে মাগুরায় শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫। শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে আয়োজিত এ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক অহিদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জুলফিকার আলী খান, মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাগুরার ১০ পরিবারের সদস্যরা।

মাগুরা জেলা পরিষদ এবং চিকিৎসক সিমিন মজিদ আখতারের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ লিগের আয়োজন করেছে। ১৬ ক্লাবের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে এক মাসেরও বেশি সময়।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয়, জেলা ক্রীড়া সংস্থা এবং বিসিবির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী ম্যাচে ভায়না ক্রিকেট একাডেমি ও মইন উদ্দিন স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলা উপলক্ষে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ক্রীড়া সংস্থা সূত্র জানায়, মাগুরায় সর্বশেষ ২০২২ সালে দ্বিতীয় বিভাগ ও ২০২১ সালে প্রথম বিভাগ লিগ অনুষ্ঠিত হয়েছিল।

পরে অ্যাডহক কমিটি লিগ আয়োজনের উদ্যোগ নিলেও আবহাওয়া ও মাঠের অনুপযোগিতার কারণে তা স্থগিত থাকে। এবার প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের, যা স্থানীয় ক্রিকেটারদের প্রতিযোগিতা, দক্ষতা ও ফিটনেস উন্নয়নে ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version