মাগুরা সংবাদদাতা
মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় কাজলী কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট স্কুলের। খেলায় কাজলী স্কুল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট ৩ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, কারিগরি শিক্ষার খুলনা বিভাগের আঞ্চলিক সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, টুর্নামেন্টের আহবায়ক শাহাবুদ্দিন সোহাগ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কানন, প্রেসক্লাবের দপ্তর সম্পাক শেখ ইলিয়াস মিথুন ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন প্রমুখ। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয় ।
শিরোনাম:
- আজ জীবননগর হানাদার মুক্ত দিবস
- রোগীর মৃত্যু : ক্ষুব্ধ স্বজনদের হাসপাতাল ভাংচুর
- চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামি আটক
- চোরাই ইজিবাইক কেনাবেচা দ্বন্দ্বে নারী ছুরিকাহত ঘটনায় মামলা
- যশোরে খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী
- যশোরে অবাধ্য মনোনয়নপ্রত্যাশীদের লাগাম টানতে কঠোর বিএনপি
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া ও বিশেষ প্রার্থনা অব্যাহত
- চৌগাছার এক রাতে ৬ দোকানে চুরি!
