মাগুরা সংবাদদাতা
মাগুরায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে স্টেডিয়াম পাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, আইডিইবির জেলা শাখা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক রূপক আইচ ও শাহীন আলম তুহিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।
