মাগুরা সংবাদদাতা
মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ পাড়ায় একটি মেহগনি বাগানে বোমা সদৃশ্য বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামবাগ পাড়ার শামীম শেখের বাড়ির পাশের মেহগনি বাগানে লাল ও কালো টেপ প্যাঁচানো একটি বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় যুবক সাগর মোল্যা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাগানটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বা উদ্ধারে সংশ্লিষ্ট ইউনিটের সহযোগিতা নেয়া হবে।

ঘটনার প্রকৃত উৎস ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share.
Exit mobile version