মাগুরা সংবাদদাতা
মাগুরায় রেললাইনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৭৮ জনের মাঝে ৪ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৩৮৩ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে মাগুরা জেলা সদরের রাজধরপুরে দীর্ঘদিন ধরে আটকে থাকা মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলসংযোগ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক বিতরণ করা হয় ।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক, মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হানিফ, রেলওয়ে রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. মতিন, তাওহিদ, হোসাইন, হাসিবুর, রাতুল, সেলিম, রিয়া,হৃদ, সাকিব প্রমুখ্

অনুষ্ঠানে মাগুরা থেকে মধুখালী রেললাইল নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৭৮ জনসহ মাগুরা-শ্রীপুর মহাসড়ক বাঁকসরলীকরণ ও সম্প্রসারণ” শীর্ষক নির্মাণ প্রকল্পের ১৯ জনের মাঝে মোট ৬ কোটি ১৮ লাখ ৯১ হাজার ছয়শত তিরানব্বই টাকার চেক বিতরন করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version