মাগুরা সংবাদদাতা
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভা ও জেলার শহিদ পরিবারের সংবর্ধনা মঙ্গলবার সকালে কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মিহির কান্তি প্রামানিক। প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর বিকাশ রায়, বিশেষ বক্তা ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জুলফিকার আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন প্রভাষক ইমরান নাজির।
##

Share.
Exit mobile version