মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় জেলা প্রশাসকের পাশাপাশি বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়া সাংবাদিক শামীম খান, মোহাম্মদ সাইফুল্লাহ, শরীফ তেহেরান আলম টুটুল, মাসুম বিল্লাহ কলিন্স, নাঈমুর রহমান, জয়ন্ত জোয়ারদার, মো: সাজ্জাদ হোসেন ও শিউলি আফরোজ সাথীসহ অন্যান্য সাংবাদিকরা মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা জেলার শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাস্তার পাশে অবৈধ দখলমুক্তকরণ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন।

জেলা প্রশাসক নবাগত হিসেবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সমন্বিত প্রচেষ্টায় জেলা উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version