মাগুরা সংবাদদাতা

মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের রাজারামপুরের ডেকোরেটর ব্যবসায়ী আজিরুল মুন্সি (৪০) সামাজিক ও রাজনৈতিক বিরোধের জেরে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

শনিবার রাত সাড়ে দশটার দিকে তাকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই লাল চান জানান, শনিবার রাতে ডেকোরেটর মিস্ত্রি সেলিম আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজিরুল। পথে গৌরচরণপুর মতিয়ার বিশ্বাসের বাড়ি সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে আজিরুলকে মারধর করে। রাজারামপুরের নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক ও রাজনৈতিক বিরোধের অভিযোগ
পরিবার দাবি করেছে, স্থানীয় সামাজিক দলাদলি ও বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনার সূত্রপাত।
পরিবার জানায়, নিহত আজিরুল স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলামের মাধ্যমে জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে রাজনীতি করতেন।

অন্যদিকে, হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা মতিয়ার ও মিহিরের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের গ্রুপে সক্রিয়।

ব্যবসায়িক বিরোধও ছিল
পরিবার আরও জানায়, ডেকোরেশন ব্যবসার মালামাল নিয়ে ১০ বছর আগে স্থানীয় বিএনপি নেতা মিহিরের ভাগ্নে ওয়াসিমের সঙ্গে বিরোধ হয়। তখন সালিশও হয়েছিল।

সম্প্রতি ২ লাখ ৩০ হাজার টাকার দাবি পুনরায় তুললে উত্তেজনা বাড়ে। মতিয়ারের মাধ্যমে আজিরুল প্রথমে ৫০ হাজার এবং পরে আরও দেড় লাখ টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা দাবিকে কেন্দ্র করে আবার উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জেরেই হামলা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশ জিডি মূলে লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version