মাগুরা সংবাদদাতা
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এক কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে ভুয়া ঠিকানা দিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ ওঠার পর ওই সব কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে অনুপস্থিত থেকে নেতাকর্মীদের ম্যানেজ করে কর্মস্থলে ফেরার তদবির চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, মাগুরা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ স্থায়ী ঠিকানা গোপন করে চাকরি নেন। খোঁজ নিয়ে জানা গেছে, তার পিতা মাগুরা সদরের আলোকদিয়া গ্রামের বাসিন্দা হলেও তার পূর্বপুরুষ আলোকদিয়া এলাকা থেকে চলে যেয়ে মোহাম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে বাড়ি করেন।
কিন্তু আলী সাজ্জাদ ঝিনাইদহ জেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ পান। যদিও পরে ওই ঠিকানা জায়েজ করতে জমি কিনে ঝিনাইদহে বাড়ি করেছেন তিনি।
এদিকে, ঝিনাইদহ সার্ভার স্টেশনে গিয়েও তার ঠিকানার কোন সত্যতা মেলেনি। তবে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে গিয়ে আলী সাজ্জাদের পরিবারের সদস্যদের খোঁজে পাওয়া যায়। আলী সাজ্জাদের ছোট ভাই মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের সহযোগী ছিলেন।
এছাড়া, এই কার্যালয়ে পরিচয় গোপন করে চাকরি করছেন ফায়ার ফাইটার আলী হাসান পিআইএন-(৭০৯৬/৫০১৭৯৯)। তিনি চাকরি গ্রহণের সময় স্থায়ী ঠিকানা দেখিয়েছেন, পিতা-সিদ্দিক মোল্লা, গ্রাম বাদারপুর, উপজেলা লাল মোহন, জেলা ভোলা। খোঁজ নিয়ে জানা গেছে তিনিও পরিচয় গোপন করে ভুয়া ঠিকানায় চাকরি নিয়েছেন ০১/০২/২০০৯ সালে। মাগুরা ফায়ার ফাইটার আলী হাসানের স্থায়ী ঠিকানা, গ্রা-মধুখালি, ডাকঘর-পুলুম, উপজেলা-শালিখা, জেলা মাগুরা। তিনি এসএসসি পাস দেখিয়েছেন খাটর রামারন্দকাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে। যার কোন সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে গত ১৯ অক্টোবর দুপুরে তার মুঠো ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ছাড়াও স্থায়ী ঠিকানা গোপন করে মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি নেন লিডার আলেফ মোল্লা। চাকরিতে তার স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা। অথচ সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে আলেফ মোল্লার স্থায়ী ঠিকানা, গ্রাম-দাড়িয়াপুর, ডাকঘর মালাইনগর, উপজেলা শ্রীপুর, জেলা মাগুরা।
এ বিষয়ে জানার জন্য উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদের কার্যলয়ে গেলে, তিনি গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসে নিজ জেলায় চাকরি করা যায়। সাংবাদিকরা যতই লেখুক কোন কাজ হবে না। লিখে আপনারা যা করতে পারেন করে নেন।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরকে অবগত করা হলে, তদন্তের প্রতিশ্রুতি দেয়া হয় গণমাধ্যমকে। তবে এ বিষয়ে ১৭ অক্টোবর দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, মাগুরার বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।