মাগুরা সংবাদদাতা
মাগুরা-২ আসনে দলীয় প্রতীক না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল।
মঙ্গলবার বিকেলে শালিখার আড়পাড়া স্কুল মাঠে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। জনসভাটি অনুষ্ঠিত হয় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে।
সমাবেশে কাজী কামাল দাবি করেন, শালিখা ও মহম্মদপুর উপজেলার সাবেক দুই চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এসব মিলিয়ে ৫০১ জন নেতাকর্মী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত আবেদন করেছেন।
শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন।
এসময় বক্তব্য রাখেন, শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

