বাংলার ভোর প্রতিবেদক
ভালো বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় মানব পাচার এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) যশোর। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুয়াবিলের শামসুল আলমের ছেলে আজিজ উদ্দীন (২৭), কুমিল্লা জেলার লালমাই কেদার দুয়ার এলাকার ছায়েদুর রহমানের ছেলে মনির হোসেন (৫৪)। আটককৃতরা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য ।
সোমবার সিআইডি পরিদর্শক কাজী কামাল হোসেন জানান, আসামিরা সাজেদুল করিম রাকিব নামের এক ব্যক্তিকে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়া পাচার করে। সেখানে তাকে আটকে রেখে নির্যাতনের ছবি ও ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তদন্তে আসামিদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পুলিশ এই ঘটনায় মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।