বাংলার ভোর প্রতিবেদক
প্রখ্যাত মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন। শনিবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত স্কুল বায়সা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা পূর্ব আলোচনা তাঁর জীবন ও অবদানের উপরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা বলেন, দাউদ হোসেন বুরুজবাগান হাই স্কুল থেকে ম্যট্রিকুলেশন পরীক্ষায় স্টাণ্ড করেন। এবং ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ফিজিক্সে ফার্স্টক্লাস ফার্স্ট হন। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য ডা. মরুফ হোসেন পরিচালিত শ্রমিক কৃষক কর্মী সংঘে যোগ দেন। এবং সমগ্র যশোর জেলায় মেধাবী ছাত্রদের নিয়ে সংগঠন গড়ে তোলেন। তাদের দল ১৯৬৮ সালে সিদ্ধান্ত গ্রহন করে শ্রমিক কৃষকের প্রকৃত মুক্তি অর্জন করতে হলে পূর্ব বাংলা স্বাধিন করতে হবে এবং শ্লোগান দেয় “শ্রমিক কৃষক অস্ত্র ধরো পূর্ববাংলা মুক্ত করো।’ এ জন্য দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফার হয়ে কারা ভোগ করেন।
মুক্তিযুদ্ধের সময় ভারতে জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য হয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তাঁর লেখা ও অনুবাদ গ্রন্থ চেতনা বিকাশে সহয়তা করে। তিনি রেড ইন্ডিয়ানদের সংগ্রাম ও জীবন জানার উপযোগী দুটো বই অনুবাদ ও প্রকাশ করেন। বইদুটো হলো আমারে কবর দিও হাটুভাঙ্গার বাকে ও রিগাবার্তো মানচু।
জানাজা শেষে যশোর জেলা সিপিবির পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান, অ্যাড. আমিনুর রহমান হিরু। এ সময় আব্দুর রহিম, বাসদের শাহাজান মাস্টার ও সংকৃতিকজন হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
