নড়াইল প্রতিনিধি
খেলার মাঠের ‘নড়াইল এক্সপ্রেস’ যেন রাজনৈতিক অঙ্গনেও দুর্বার গতিতে ছুটে চলেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিপুল উৎসাহের সঙ্গে নড়াইল-২ আসনে সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার মনোনয়ন জমা দিলেন সমর্থকেরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির সামনে থেকে মাশরাফীর বাবার নেতৃত্বে শত-শত নেতাকর্মী-সমর্থক বিশাল শোভাযাত্রার নিয়ে রওনা হয়ে আসেন।
পরে দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজার সঙ্গে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারদার আলমগির, জেলা যুব লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলা মুন্সী, জেলা পরিষদের সদস্য খোকন সাহাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিন দুপুর ১টা পর্যন্ত নড়াইল-২ আসনে মনোনয়ন জমা দেন ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম ও জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান।
এছাড়া নড়াইল-১ আসনে দুপুর পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, জাতীয় পার্টির মিলটন মোল্লা ও ওয়ার্কার্স পার্টির মো. নজরুল ইসলাম।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা