বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান করেছে মাহাবুর সোশ্যাল কেয়ার ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের খাজুরা বাসস্ট্যান্ড নিউমার্কেট এলাকায় এ খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আজিজুর রহিম শিশির।
অনুষ্ঠানের আয়োজক ইমদাদুল ইসলাম জানান, যশোর উন্নয়নের কারিগর মজলুম জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
