বাঘারপাড়া সংবাদদাতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা প্রতিবারই করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে এবার বাঘারপাড়া থানা পুলিশের এক মহিলা সদস্য পরীক্ষার্থীর পাশে থেকে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাড়িকেলবাড়িয়া থেকে বাঘারপাড়া ফাজিল মাদ্রাসায়া পরীক্ষা দিতে আসেন এক পরীক্ষার্থী। সঙ্গে নিয়ে আসেন তার ৬ মাস বয়সের বাচ্চা শিশুকে। পরিবার ও স্বজনদের কেউ শিক্ষার্থীকে পরীক্ষা দিতে রাজি ছিলেন না। সেই কারণে শিক্ষার্থীর সঙ্গে কেউ আসেননি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে বাচ্চাকে নিয়ে প্রবেশ করেন মা পরীক্ষার্থী। এ সময় শিশু বাচ্চাকে নিজ দায়িত্বে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নিজের কাছে রেখে ডিউটি করেন বাঘারপাড়া থানা পুলিশের কনস্টেবল তানিয়া।
পুলিশ সদস্য তানিয়া বলেন, বাচ্চা নিয়ে পরীক্ষা দেয়া খুবই কষ্টকর। এতে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন দেখলাম পরীক্ষার্থী বাচ্চা নিয়ে এসেছে সঙ্গে পরিবারের কেউ আসেনি। আমি তখন বাচ্চাটাকে নিয়ে ডিউটি করেছি। বাচ্চার মা যাতে টেনশনমুক্ত থাকতে পারে তার জন্য মাঝে মাঝে বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে গেছি। এটা আমার দায়িত্ববোধ থেকে করেছি।
বাঘারপাড়া থানার ওসি সাহাদৎ হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের যে কোন সেবা দিতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে ।
শিরোনাম:
- সাতক্ষীরা পুলিশি অভিযানে অপহৃত কিশোর উদ্ধার
- এক যুগ পর আবারও যশোরে শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা
- ‘গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না’
- স্বার্থান্বেষী মহল বারবার ইসলামী দলগুলোকে প্রতারিত করেছে : রেজাউল করীম
- দ্যোতনা সাহিত্য পরিষদের বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব পালন
- ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে যশোরে হেফাজতের ইসলামের বিক্ষোভ
- কেন্দ্রীয় ছাত্রদল নেতার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল নেতার বাড়িতে ভাংচুর, লুট
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিএসপির প্রতিবাদী কবিতা পাঠ ও মানববন্ধন