বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা দৃঢ়তার সাথে মনে করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশ হয় না।

তাই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা এর চেতনাকে অবমাননা করে কোনো সংস্কার করা হলে তাতে বিএনপি সমর্থন দেবে না।

বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে বলেন, আজকে জুলাই স্পিরিট নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।

আমি স্পষ্ট করে বলতে চাই, সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা।

আগামীতে যেন কেউ স্বৈরশাসক বা ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতেই বিএনপি ২০২৩ সালে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজ ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই রাজাকার-আলবদররা যেন আবারও তাদের ওপর ছড়ি ঘোরাতে না পারে, সেই লড়াইয়ে বিএনপিই এখন মুক্তিযোদ্ধাদের প্রধান শক্তি। বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের এই দল মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে এমন কিছু হতে দেবেন না যাতে মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধাদের অবমাননা হয়।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share.
Exit mobile version