Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে খবির গাজী
  • ১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি মুন্নীর
  • মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন
  • ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন : হাবিব
  • যশোর সদরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে জরিমানা
  • মাগুরায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জানুয়ারি ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেয়ের হত্যাকারী বাবা মানতে নারাজ শাহিনুর

মণিরামপুরে পুকুরে বিবস্ত্র লাশ উদ্ধার
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরের রোহিতায় পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে কিশোরী ছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবাকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার আদালতে মেয়েকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়ার পর আদালত বাবা আয়নুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ বলছে, বাড়ির পাশের দোকান থেকে রুটি চুরি করার বিষয়ে অভিযোগ পেয়ে আয়নুল হক নিজেই মেয়েকে রাগবশত গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন।

এদিকে, কিশোরীর মা শাহিনুর আক্তার স্বামীকে মেয়ের হত্যাকারী হিসেবে মানতে নারাজ। তিনি স্বামীর আদালতে দেয়া স্বীকারোক্তির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। শুক্রবার সকালে সরেজমিন রোহিতায় নিহতের বাড়িতে গেলে শাহিনুর আক্তার বলেন, আমার স্বামী মেয়েকে হত্যা করতে পারে না। আমাদের সাত সন্তানের মধ্যে মাহমুদা বড়। সে তার বাবার খুব আদরের ছিল। তাছাড়া বড় মেয়ের গায়ে হাত দেয়া নাজায়েজ। তিনি তো ওই দিন দুপুরের পর মেয়ের চেহারাই দেখেননি। তাহলে মারপিট করল কখন? প্রশ্ন শাহিনুরের।

শাহিনুর আক্তার বলেন, পুলিশ কথা বলতে চেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর)  আমাদের থানায় ডেকে নেয়। এরপর আমার সাথে কথা বলে বাড়ি পাঠিয়ে দিয়ে আমার স্বামীর সাথে কথা বলবে বলে তাকে রেখে দেন। আমাকে পুলিশ বলেছিল পরে আমাকে সব জানাবে। আমার স্বামী মেয়েকে হত্যার দায় স্বীকার করার বিষয়ে পুলিশ আমাদের কিছু জানায়নি। তিনি মেয়েকে হত্যা করার কথা মিথ্যে।

শাহিনুর আক্তার বলেন, ঘটনার দিন (৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে পরের দিন (৯ সেপ্টেম্বর) মেয়ের লাশ উদ্ধারের আগ পর্যন্ত আমার স্বামী মেয়ের মুখ দেখেননি। এক ব্যক্তি ওই দিন দুপুরে বাড়িতে এসে তার দোকান থেকে না বলে মেয়ের রুটি নেয়ার কথা আমাদের জানানোর সময় আমার স্বামী বাড়িতে ছিলেন। তখন তার জোহরের নামাজের সময় হওয়ায় তিনি আমাকে দোকানে পাঠিয়ে নিজে মসজিদে নামাজ পড়াতে চলে যান। এরপর আমি দোকানে গিয়ে সব শুনে মেয়েকে জুতা খুলে দুটো বাড়ি দিয়ে সাথে করে নিয়ে আসি। এরপর বিকেলে ওর বাবা বাড়ি এসে মেয়ের খোঁজ নিতেই আর মাহমুদাকে বাড়ি পাওয়া গেল না। আমরা ভেবেছিলাম মেয়ে পাশে তার বান্ধবী বা আত্মীয়র বাড়িতে গেছে। এরপর ওর বাবা আবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাতে এশার নামাজের পর ফিরে মেয়ের খোঁজ করেন। এবারও মেয়েকে না পেয়ে তিনি বাড়ির আশপাশে খোঁজ করেন। রাতে আর মেয়ের সন্ধান পাইনি আমরা। মেয়ে বড় হয়েছে। ধার্মিক পরিবার হিসেবে আমরা কাউকে কিছু না জানিয়ে চুপ ছিলাম। পরদিন সকালে মেয়েকে খুঁজতে এক আত্মীয়র বাড়িতে যাই। সেখান থেকে ফেরার পথে মেয়ের লাশ মিজানুর চেয়ারম্যানের পুকুরের পানিতে পড়ে থাকার কথা শুনি।

শাহিনুর আক্তার বলেন, মেয়ে মাঝেমধ্যে ওই পুকুরে আমার সাথে গোসলে যেত। ও সাঁতার জানত না। লাশ উদ্ধারের পর শুনেছি মিজান চেয়ারম্যানের বাড়ি থেকে যাওয়ার সময় একজন নারী ওইদিন বিকেলে মাহমুদাকে পুকুরে গোসল করতে দেখেছেন। লাশ পেয়ে আমরা প্রথমে ভেবেছি মেয়ে সাঁতার না জানায় হয়ত পানিতে নেমে আর উঠতে পারেনি। পুলিশ মেয়ের লাশ নিয়ে ময়নাতদন্ত করিয়েছে। পরে পুলিশ ও ডাক্তারের মাধ্যমে শুনি আমার মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পানিতে ফেলা হয়েছে। এরপর হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর থানা পুলিশ আমাকে বাদী করে মামলা নেয়।

মামলার বাদী বলেন, আমার স্বামী পরদিন শনিবার মাছ কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চার দিন নিখোঁজ ছিলেন। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাড়িতে আসলে আমি কারণ জানতে চাইলে তিনি বলেছেন, তার মাথায় অনেক চাপ দিয়েছে। মাথায় কাজ করছিল না। এজন্য তিনি নিরিবিলি সরে ছিলেন।

শাহিনুর আক্তারের কাছে স্বামীর বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বুধবার বিকেলে আমরা দুজনে থানায় গেলে পুলিশ আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য রেখে দেন। তিনি আর বাড়ি আসেননি।

এদিকে আয়নুল হক মেয়েকে হত্যা করার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন এমন খবরে স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হয়েছে। রোহিতা বাজারের ব্যবসায়ী স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, লাশ উদ্ধারের পর থেকে মেয়ের বাবাকে গ্রেফতারের খবর পর্যন্ত সবকিছু আমাদের কাছে গোলকধাঁধা মনে হচ্ছে। প্রথমে শুনেছি ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে। এখন শুনছি বাবা-ই খুন করেছে। বিষয়টি অন্য দিকে মোড় দেয়ার জন্য বাবাকে মেয়ের হত্যাকারী বলা হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা বিশ্বাস করি না কোন বাবা মেয়েকে হত্যার পর বিবস্ত্র করে লাশ এভাবে পানিতে ছুঁড়ে মারতে পারে। সুষ্ঠু তদন্ত হলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।

মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বাংলার ভোরকে বলেন, আয়নুল হক মেয়েকে হত্যার দায় স্বীকার করে বৃহস্পতিবার আদালতে দেয়া জবানবন্দিতে বলেছে, রুটি চুরির অভিযোগ পেয়ে সে ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারপিট করেছে। একপর্যায়ে সে মেয়েকে শ্বাসরোধে হত্যা করে লাশ স্থানীয় পুকুর পাড়ে ঝোপঝাড়ের মধ্যে রেখে দেয়। পরে এশার নামাজের পর নিজে পুকুরে লাশ ফেলে দেয়। লাশের পরনে পায়জামা না থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আয়নুল হক স্বীকার করেছে, সে লাশের পা ধরে পুকুরের পানিতে নিক্ষেপ করার সময় মেয়ের পরনের পায়জামা খুলে তার হাতে থেকে যায়। পরে সেই পায়জামা পুকুরে ফেলে দেয় আয়নুল হক। চিকিৎসকের দেয়া ময়নাতদন্ত রিপোর্টে মাদরাসা ছাত্রী মাহমুদাকে ধর্ষণের কথা উল্লেখ ও সেই অনুযায়ী মামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ধর্ষণের ঘটনা ঘটেনি। মামলা থেকে ধর্ষণের ধারা বাদ যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে খবির গাজী

জানুয়ারি ২৯, ২০২৬

১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

জানুয়ারি ২৯, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি মুন্নীর

জানুয়ারি ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.