বাংলার ভোর প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে নয়াগণতান্ত্রিক গণমোর্চার যশোর শাখার উদ্যোগে বেলা ১১ টায় অনুশীলন পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নেতা কামাল উদ্দীন রানা। মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক ও লেখক শ্যামল শর্মা, নয়া গণতান্ত্রিক গণ মোর্চা যশোর জেলা আহবায়ক খবির শিকদার। যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সদস্য রিয়াজ মাহমুদ লালন, যশোর হোটেল মালিক শহর আলী, প্রেস শ্রমিক হামিদুর রহমান, শ্রমিক প্রতিনিধি দুর্জয় সাহা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা আহ্বায়ক সুমাইয়া শিকদার ইলা ও রাইয়ান রশিদ আবির প্রমুখ।
আলোচনা সভায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন-
১ মে-আমাদের লড়াইয়ের দিন, প্রতিবাদের দিন, বুক উঁচিয়ে দাঁড়ানোর দিন। শিকাগোর সেই শ্রমিকরা আমাদের পথ দেখিয়ে গেছেন-যারা বলেছিলেন, “আমাদের রক্ত বৃথা যাবে না!” আমরা তাদের উত্তরসূরি, আমরা সেই আগুন বয়ে আনি বুকে, যে আগুন নিভে যায় না টান মেরে ছেঁড়া ফুসফুসে, ঘামে ভেজা জামায়, ফাটল ধরা তালুর ভিতরেও।
যখন আমরা রাস্তায় নামি, দাবি তুলি, তখন শাসকরা গুলি চালায়। যখন আমাদের বেতন চাওয়া হয়, তারা তালা লাগায়, মামলা দেয়।