মহেশপুর প্রতিনিধি
মোটরসাইকেল কেনাই কাল হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকলেছুর রহমানের। মহেশপুর শহর থেকে গতকাল সকালে পুরাতন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন মকলেছুর রহমান (৫০)। পথিমধ্যে ইন্দারাপাড় নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নিহত হন তিনি।
মকলেছুর রহমান মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গোপালপুর গ্রামের রিফাত ও শ্রীরামপুর গ্রামের হৃদয় আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মোটরসাইকেল কিনে শহর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুত্বর আহত হন মকলেছুর রহমান। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
শিরোনাম:
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ
- জমকালো ও ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো নান্দিকের ‘চারুসঙ্গ ২৪
- যশোরের মুখ উজ্জ্বল করা তামিমের হাত ধরেই আসবে বিশ্বকাপ : জেলা প্রশাসক
- যশোরে কর্মী সম্মেলন সফল করতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ
- ঝিকরগাছা অবহতিকরণ সভা অনুষ্ঠিত
- কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন
- খুলনায় সাউণ্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন