বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ অনুষ্ঠান করা হয়। শিশুদের মানবিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশীয় সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে মৌমাছি স্কুলের ৮টি শ্রেণির ৩৬০ জন এবং সৃজনশৈলী সংগঠনের ৩৩ জন শিশু অংশগ্রহণ করে। শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় বাঙালির ঐতিহ্যবাহী একটি থিম নাচ, ৮টি ভিন্ন নাচ, ৭টি গান ও ১টি আবৃত্তি। শিশুদের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠান জুড়ে দর্শকদের মুগ্ধ করে রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। তিনি শিশুদের এই ধরনের সৃজনশীল আয়োজনে অংশগ্রহণের প্রশংসা করেন এবং তাদের সার্বিক বিকাশে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন, যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম।
পুরস্কার বিতরণী পর্বে গত ২৩ ও ৩০ শে আগস্ট তারিখে অনুষ্ঠিত ‘শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫’ এর কৃতি শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচ এই চারটি বিষয়ে ক, খ, গ ও ঘ বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ৪২ জন শিশুর হাতে তুলে দেয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৌমাছি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শামছুন্নাহার, সদস্য সেলিনা আক্তার, তরিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান নিপ্পন ও নোসাইবা সোহেলী বুবলি।