বাংলার ভোর প্রতিবেদক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশের ন্যায় যশোরে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে যশোর রেলরোডস্থ মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হয়রত মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা ইয়াসিন আলম, মাওলানা ফুরকান আহমেদ কাসেমী, মাওলানা মুফতি মঈনুদ্দীন।

উল্লেখ্য, মুসলমানরা নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, তাহজ্জুদ নামাজ আদায়, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। মাহে রমজানের খায়ের বরকত হাসিলের জন্য মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় দফায় দফায় মোনাজাতে অংশ নেন। মোনাজাতে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং পবিত্র মসজিদুল আল আকসা পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version