যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপি কর্পোরেট এক্সেল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
এতে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্পোরেট লিডাররা শিক্ষার্থীদের কর্পোরেট চাকরির জন্য মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
১৯ ও ২০ সেপ্টেম্বর যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড রিপোর্টিং) জাহিরুল ইসলাম, একই কোম্পানির ম্যানেজার (ফাইনান্সিয়াল প্ল্যানিং এন্ড রিপোর্টিং) সৈয়দ মোহাম্মদ ওয়াকার কাইয়ুম, ম্যানেজার (রেগুলেটরি কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড প্ল্যানিং) নাসের বিন মাজিদ খান এবং সারিকা শবনম, এনালিস্ট (ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড রিপোর্টিং) শিক্ষার্থীদের মাইক্রোসফট এক্সেল প্রশিক্ষণ, প্রফেশনাল সিভি মেকিং, এবং কর্পোরেট টকশো এর উপর বিস্তর আলোকপাত করেন।
ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক শাহনুর রহমান শুভর সঞ্চালনায় ওয়ার্কশপে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।