বাংলার ভোর প্রতিবেদক
কৃত্তিম বুদ্ধিমত্তা, কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক আলাপচারিতার রোবট এবং বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কনভার্সেশনাল এআই অ্যান্ড চ্যাটবোটস বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, এ সেমিনার আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। আইসিএসইটিইপির এই প্রকল্প যবিপ্রবির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আমি মনে করি। এই প্রকল্পের আওতায় আমাদের সিএসই বিভাগের শিক্ষার্থীরা প্রতি মাসে বৃত্তির পাশাপাশি নিজেদের উদ্যেক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার গবেষণায় আমাদের যবিপ্রবির শিক্ষার্থীরা নতুন মাত্রা যুক্ত করবে বলে আমি মনে করি। আমাদের লক্ষ্য এই প্রকল্পের আওতায় আমাদের শিক্ষার্থীদের স্বনির্ভর ও উদ্যেক্তা হিসেবে গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আশা করি তোমরা নিজেদের গড়ে তোলার পাশাপাশি এই জাতির জন্য কাজ করবে।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নাসসেনিয়া লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. ফাত্তাহুল আলম ও সফটওয়্যার প্রকৌশলী এস. এম নাহিদ হাসান। বক্তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘কনভার্সেশনাল এআই অ্যান্ড চ্যাটবোটস বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস’ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সেমিনারে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান।