বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের রোটারাক্ট ক্লাবের যৌথ উদ্যোগে আজ (বুধবার) দুপুরে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের মানহানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ পুরাতন ককশিট কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের গেটে সুমন কুমার মন্ডল দুইজন সিনিয়র ছাত্রীর সাথে বেয়াদবি করেন। এ সময় সে সুমন কুমার মন্ডলকে ডেকে নিয়ে শাসন করার জন্য একটি চড় মারেন।
এতে সুমন কুমার মন্ডলের কানের পর্দা ফেটে গেছে দাবি করে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। আকিব বলেছেন মিথ্যা অভিযোগের ভিত্তিতে সুমন কুমার মন্ডল ও তার সহপাঠীরা তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করে তার মানহানি করছে এই জন্য সে সুমন কুমার মন্ডলের শাস্তির দাবি করে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ।