যবিপ্রবি সংবাদদাতা:
সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনেও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। রোববার যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে অবস্থান করে এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু-ঘন্টার এই কর্মবিরতি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে শিক্ষকদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ পেনশন ব্যবস্থা দেশ ও জাতিকে মেধা শূণ্য করার একটি গভীর চক্রান্ত। আমরা দ্রুত এর সমাধান চায়। মুষ্টিমেয় সুবিধাবাদী সরকারি কিছু আমলার চক্রান্তে এমন বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু হয়েছে বলে দাবি করেন তারা।
এ সময় অনতিবিলম্বে বৈষম্যমূলক সার্বজনীন এ পেনশন ব্যবস্থা বাতিল করা না হলে দেশব্যাপি কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।