যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হল কতৃপক্ষের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের প্রধান ফটকের সামনে কাঠবাদাম গাছ রোপণের মাধ্যমে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য।
এ সময় উপাচার্য নবনির্মিত হলের ডাইনিং, প্রার্থনা কক্ষ, খেলার কক্ষসহ হলের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সুবিধার্থে হলের বিভিন্ন অংশ আরো আধুনিকায়নের আশ্বাস দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. আফরোজা খাতুন, সহকারী প্রভোস্ট শারমিন নাহার, ড. শাহানাজ পারভীন, শারমিন আক্তার সুমি, ফারজানা ইয়াসমিন নিপা, তাবাসসুম ইসলাম নবনী এবং বীর প্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থীরা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version