যবিপ্রবি সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ছাত্র মিলানায়তনের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান। এছাড়াও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান।

২৯ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, যবিপ্রবির এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে টিএসসির পরিচালক এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মজনুজ্জামানকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

Share.
Exit mobile version