যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গবেষণা ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে গঠন করা হয়েছে যবিপ্রবি রিসার্চ সোসাইটি।
রোববার বাংলাদেশ রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস.এম. সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যবিপ্রবি রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
কমিটির সহ-সভাপতি (গবেষণা) হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন, সহ-সভাপতি (প্রশাসনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসনিক) হিসেবে মোতালেব হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক (গবেষণা) হিসেবে আজরা খাতুন।
এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ও নাজমুস সাকিব, অফিস ও অপারেশনস বিষয়ক সম্পাদক সাকিব খন্দকার, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক আকিবুল ইসলাম, গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নিবেদিতা পাল, প্রচার ও যোগাযোগ সম্পাদক জাকারিয়া হাবিব জীম, কর্পোরেট ও জনসংযোগ সম্পাদক ইনজামামুল হক শিশির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন সম্পাদক তানজির ওয়াহিদ হাসিব, অর্থ সম্পাদক মোস্তফা গালিব, অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন, মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্কলারশিপ ও বিদেশে পড়ালেখা বিষয়ক সম্পাদক রিফাত রায়হান, কার্যনির্বাহী সদস্য বিপুল মিয়া, সোহেল মিয়া, নেয়ামুল, জালিস মাহমুদ ও তানভীর খন্দকার।