বিবি প্রতিবেদক
যশোরকে সামনে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট চাইলেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, নৌকা মার্কা বিজয়ী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। যশোরের ছয়টি আসনেই নৌকা বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে। গতকাল রামনগর ইউনিয়নের রাজারহাট বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা থেকে সবার কাছে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন।
পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘মার্কিন সাম্রাজ্যকে প্রতিহত করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য সবাইকে নৌকায় ভোট দিতে হবে। নৌকার বাইরে যেয়ে কেউ আওয়ামী লীগ করতে পারবেন না। শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকা। নৌকা মার্কা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। দেশ রোল মডেল হয়েছে। বিশ^কে অবাক করে দিয়েছে। তাই মনে-প্রাণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে হবে।
রামনগর ইউনিয়ন র চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজনীন নাহার।
শিরোনাম:
- আ.লীগ নেতা শাহারুল আটক
- নাচে গানে শেষ হলো উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠান
- যশোরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ‘বেদেনীর প্রেম’ বিমোহিত দর্শক
- ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- সবজির সরবরাহ বৃদ্ধিতে ক্রেতা স্বস্তির মাঝেও অসন্তোষ ভোজ্যতেলে
- জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী জনসভা ও মিছিল
