বাংলার ভোর প্রতিবেদক
যশোরে তিন দিনব্যাপি বৈশাখী লোকনাট্য উৎসব শুরু হয়েছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং যশোর জেলা শিল্পকলা একাডেমি ও নাট্য গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় এ উৎসবের উদ্বোধন করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এমনিতে সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে যশোরের সুনাম রয়েছে। তার উপর যশোরকে ‘কালচারাল সিটি অফ বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে চাই। জিআই পণ্যে যেমন, ঠিক তেমনি যশোরকে ব্রান্ডিং করতে চাই। যশোর ইতিহাস ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে চাই।
কবি ও আবৃত্তি শিল্পী অরুণ মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্য গবেষণা কেন্দ্রের পরিচালক শিপন চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসককে উত্তরীয় পরে মঞ্চে বরণ করে নেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য মাসউদ জামান।
পরে তীর্যক যশোরের শিল্পীরা মঞ্চায়ন করেন নাটক ‘বউ’। এছাড়া ফানুষ থিয়েটারের নাটক ‘সতী নারীর কঠিন পণ বেহুলা’ ও সুলতানপুর শিল্পীগোষ্ঠীর নাটক ‘ধুয়ো গান’ মঞ্চস্থ হয়।