কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ বিশ্বাস প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় বলেন, আমরা এই মুহূর্তে নির্বাচন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলোকে টপ প্রায়োরিটি দিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসন বদ্ধপরিকর। বাকি উন্নয়নমূলক কাজগুলো একটা সুন্দর নির্বাচন করে হাত দিতে চাই। নির্বাচনের আগে অন্য কোন ইস্যু তৈরি হয়ে যাতে কোন ঘটনা না ঘটে সে বিষয়ে সকলে সতর্ক থাকবো। অনেকেই তো ওত পেতে থাকে অনেক কিছু করার জন্য, আমরা সে সুযোগ দিব না।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন। উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য এবং নারীরা হরেক পিঠা তৈরি করে আনেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version