বিবি প্রতিবেদক, ঝিকরগাছা
গতকাল বিকেল সাড়ে চারটায় যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার ফুল মোড়ে চার দিনব্যাপি ‘ফুল উৎসব ২০২৪’- আড়ম্বরপূর্ণ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
ফুল উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এ সময় প্রধান অতিথি ফুল চাষিদের উদ্দেশ্যে বলেন, যশোর একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার অনেক ঐতিহ্য ও খ্যাতি রয়েছে। সেই ঐতিহ্যের একটি অংশ ফুল চাষ এবং বিক্রি। ফুলের ব্যবসাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে। এ জন্য সাংবাদিক বন্ধুদের এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের একমাত্র যশোর জেলায় ফুল উৎসব পালিত হয়ে থাকে। তিনি বলেন ফুল উৎসব চার দিনের পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন করা যায় কিনা সেটা ভাবা হচ্ছে।
প্রধান অতিথি বেলুন উড়িয়ে এবং বক্তব্য শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান এবং বিশেষ অতিথিগণ আসন গ্রহণের পর তাদেরকে উত্তরীয় পরানো হয়। এরপর কোরআন পাঠ করেন জিয়ারুল ইসলাম, গীতা পাঠ করেন সেজুতি বিশ্বাস এবং বাইবেল পাঠ করেন আলফ্রেড মন্ডল। অতঃপর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হাসান পলাশ স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রশিদুল আলম এবং ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হাসান পলাশ। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে সেলিম রেজা ও লুবনা তাক্ষী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, ঝিকরগাছা সরকারি শহীদ মসিয়ূর রহমান কলেজের প্রভাষক ফারহানা হক, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ দ্বিতীয় দিন নারী ফুলচাষিদের নিয়ে উঠান বৈঠক, প্রামাণ্যচিত্র প্রদর্শন, তৃতীয় দিন কৃষক সমাবেশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।