বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের রঘুরামপুর গ্রামের মুক্তেশ্বরী নদী থেকে অপরিচিত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় শিশুরা নদীর পাড়ে খেলতে গিয়ে প্রথমে লাশটি ভাসতে দেখে। স্থানীয়রা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে এসে পুলিশকে সংবাদ দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। তার পরনে ছিল একটি পুরনো লুঙ্গি এবং ময়লা গেঞ্জি। তবে আশেপাশের কেউই তাকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি স্থানীয় নন বা পাশ্ববর্তী কোনো এলাকা থেকে এসেছেন।

নদী থেকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত সাংবাদিকদের জানিয়েছেন, লাশ উদ্ধারের পর আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি এবং মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন বা অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।

তারপরও আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share.
Exit mobile version