বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শহরের শংকরপুরে মতবিনিময় সভা করেছেন।
গতকাল বিকেলে শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের মহিলা মাদ্রাসা মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পুরাতন লোহা ও প্লাস্টিক ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান।
উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নান্নু খান, ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুহিন, ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি টুটুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ শহর শাখার সভাপতি নুরুল ইসলাম নুরু।