বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জনসচেতনামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানাসহ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।
যশোর শহরের বড় বাজার, চৌরাস্তা মোড়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনগুলিতে ব্যানার টাঙিয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার জন্য অনুরোধ ও জনসচেতনতা বৃদ্ধি করা হয়।