বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবার রাত সাড়ে নটার দিকে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে। আটক তিন জনের মধ্যে একজন খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের গাড়ি চালক ও তার গাড়ি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে শুক্রবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭২৫৩) লাউজানি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। গাড়ি তল্লাশিকালে গাড়ির ভিতরে থাকা আসামিদের মধ্যে পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের রাজিব শেখ (২৬), বাগেরহাট জেলার রামপাল থানার সায়রাবাদ গ্রামের জীলান শেখ (৫৫) ও খুলনা জেলার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের মেহেদী হাসানকে (৩০) আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।
অস্ত্রসহ আটক আসামিরা অগ্রনী ব্যাংক খুলনা শাখার জেনারেল ম্যানেজার মাইদুল ইসলামের সরকারি পাজেরো গাড়িটি ব্যবহার করছিল। আটকদের মধ্যে মেহেদী হাসান ওই গাড়ির ড্রাইভার। সরকারি ড্রাইভার হওয়া সত্ত্বেও অবৈধভাবে বিনা অনুমতিতে চোরাকারবারিরা গাড়িটি ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ।
আটক রাজীব শেখের বিরুদ্ধে ৩টি মাদক মামলা, একটি অস্ত্র মামলাসহ ৪টা মামলা এবং মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, একটি অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে বলে জানিয়েছে যশোর ডিবি পুলিশ।