বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে সোমবার যশোর শহরের বেজপাড়া কলোনী মসজিদ এলাকায় ৫০জন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়।
আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি তিনি উপস্থিত থেকে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক ও মেহেদী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান, সম্পাদক আফসানা ইয়াসমিন, সাধারণ সদস্য শাকিলা পারভিন, রিতা আফরোজ, রুপা প্রমুখ।
ঈদের এই উপহার পেয়ে শিশুরা জানায়, আমরা নতুন পোশাক ও হাতের মেহেদী পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।লামিয়া নামে এক শিশু বলে আমার বাবা অনেক গরিব ঈদে একটা জামা কিনে দিতে পারিনি কিন্তু আমি মেহেদী দিয়ে হাত সাজিয়ে ও নতুন জামা পেয়ে ভিষণ খুশি। বেজপাড়ার বিহারি কলোনির বাসিন্দারা বলেন, আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন, সমাজের এই অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দের হাসি দেখতে পাওয়াটা আমার জন্য মানসিক প্রশান্তির ও সৌভাগ্যের। সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরো অসহায় মানুষের পাশে দাড়াতে সক্ষম হবো।