বাংলার ভোর প্রতিবেদক
গত সোমবার শহরের পুরাতন কসবা লিচু বাগান কলোনীর ইসাহাক আলী তপন ওরফে কালা তপনের কেনা জমির পূর্ব দক্ষিণ কোনে বালির নিচে কালো রংয়ের দু’টি দেশি তৈরী ওয়ান স্যুটারগান উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস। মামলায় আসামি করেন অজ্ঞাতনামা পলাতক আসামিরা।
মামলা বাদী উল্লেখ করেন, সোমবার সকালে শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সন্ত্রাসীমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে আলী তপন ওরফে কালা তপন এর কেনা জমিতে বালির নীচে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখেছে।
ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালির নিচে লুকানো দেশি তৈরী দু’টি ওয়ান স্যুটারগান স্থানীয় লোকজনের সামনে জব্দ করেন। পরে থানায় এসে নিয়মিত মামলা করেন অজ্ঞাতনামা সন্ত্রাসী অস্ত্রধারীদের বিরুদ্ধে।