বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সুন্দরবন অঞ্চলের উদ্যোগে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ।

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান। এ সময় মাসউদ জামান, আলেয়া আক্তার প্রেমা, রুমানা পারভীন, সোহেল রানা, বায়েজিদ হোসেন, অমিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ সাংষ্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে আমিরুল ইসলাম, তৌফিক হাসান ময়না উপস্থিত থাকবেন।

দু’ দিনের এ অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share.
Exit mobile version