বাংলার ভোর প্রতিবেদক
যশোরের রেলস্টেশন এলাকায় আলোচিত জুম্মান সরদার হত্যাকান্ডে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে যশোর শহরে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। আজ (সোমবার) দুপুরে র্যাব এটি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত হলেন, যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার মো. রবির ছেলে শুভ (৩২), বেজপাড়ার বিহারি পট্টি এলাকার ইমান আলী ড্রাইভারের ছেলে সবুজ (২৮) এবং পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার বাবু আলীর ছেলে মোহাম্মদ (২২)। এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোরের রেল স্টেশন এলাকায় জুম্মান ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. ফয়সাল তানভীর জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে হত্যাকাণ্ডের খবর পেয়ে র্যাব সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
যশোর ক্যাম্প গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রোববার রাতে জানতে পারে, চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার অন্যতম আসামি শুভ (৩২) ও সবুজ (২৮) টিবি ক্লিনিক মোড় এলাকায় আত্মগোপনে আছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে র্যাব টিম জানতে পারে, এই হত্যা মামলার আরেক আসামি মোহাম্মদ (২২) কুইন্স হাসপাতালের সামনে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে যশোর রেলস্টেশনে তারা জুম্মানকে হত্যা করার জন্যএকত্রিত হয়েছিল। আটক আসামিদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করেছে র্যাব।