বাংলার ভোর প্রতিবেদক
সুপার সাইন টেনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজ যশোর কেন্দ্রে আলোর দিশারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভাশনিবার যশোর সার গোডাউন সংলগ্ন স্কুলের নিজস্ব ভবনে এই পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। এদিন সকাল ১০ টা থেকে শুরু করে সাড়ে এগারো টা পর্যন্ত পরীক্ষা চলে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুল হক এবং অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের প্রধানগণ।
আলোর দিশারী ফাউণ্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক ও সচিব উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন। আগামী ২০ জানুয়ারি পরীক্ষার ফলাফল প্রদান করা হবে।
